ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

সাতক্ষীরায় পরীক্ষা দিতে গিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, আগস্ট ২১, ২০২৫
সাতক্ষীরায় পরীক্ষা দিতে গিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু!

সাতক্ষীরা: সাতক্ষীরায় পরীক্ষা দিতে গিয়ে শরিফা আক্তার লিপি নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার পূর্ব মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরিফা আক্তার লিপি সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১–২২) ছাত্রী।

কলেজ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার পূর্ব মুহূর্তে লিপি অসুস্থ হয়ে পড়েন। পরে কলেজ কর্তৃপক্ষ দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবার কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

 

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।