ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ খানের মৃত্যুতে স্মরণসভা করেছে উত্তর জেলা বিএনপি।
এতে স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, দল পাগল ছিলেন আজিজ খান, তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম নির্যাতন সহ্য করে দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতবদ্ধ ছিলেন বিএনপি নেতা আজিজ খান। তার মৃত্যুতে পরিবার হারিয়েছে অভিভাবক, আর দল হারিয়েছে একজন দক্ষ সংগঠক। দলের কাজে তার কখনো না ছিল না। তরুণ বয়স থেকে যুবদল কর্মী হিসেবে দলে যুক্ত হয়ে সারাটা জীবন দলের জন্য কাজ করে গেছেন আজিজ খান।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ নগরীর বিএনপি কার্যালয়ে হালুয়াঘাট উপজেলা পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ খানের মৃত্যুতে উত্তর জেলা বিএনপি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের সীমাহীন অত্যাচার সহ্য করে আন্দোলন করেছেন দেশের মানুষের জন্য, ভালো দিনের আশায়। আজ দিন বদলেছে, দেশের মানুষ ভালো থাকার স্বপ্ন দেখছে কিন্তু দল পাগল আজিজ খান আর নেই। দলের প্রতি তার আনুগত্য ভুলার নয়। আল্লাহ্ তাকে বেহেশত নসিব করুন।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
এছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামছুসহ অঙ্গ সংগঠনের নেতারা। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএইচ