বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক এসএসসি শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে পুলিশ সদর সার্কেল কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ভবানীপুর গ্রামের অসিত দত্তের ছেলে ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিবি/আরবি