ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের দাবিতে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, আগস্ট ২৬, ২০২৫
বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের দাবিতে মানববন্ধন  মানববন্ধন 

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

 

মানববন্ধন চলাকালে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে বক্তব্য দেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা খাতুন, সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার, অভিভাবকদের পক্ষে শামসুল আলম, ফারুক আহমেদ খোকন, পপি আক্তার ও আসমা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর চারপাশে সীমানা প্রাচীর না থাকায় গ্রামের লোকজন বিদ্যালয়ে ভেতর দিয়ে চলাচল করত। সময় পরিক্রমায় লোকজন ও যানবাহন বেড়ে যাওয়ায় বিদ্যালয়ের ভেতর দিয়ে প্রতিনিয়ত সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইকসহ অসংখ্য যানবাহন চলাচল করায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষিকাবৃন্দ ছোট বড় দুর্ঘটনার আশঙ্কায় থাকেন।

২৪ সালের প্রথম দিকে বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও আওয়ামী লীগের কতিপয় প্রভাবশালী লোকজনের বাধার কারণে রাস্তার ওপর দেয়াল নির্মাণ করা সম্ভব হয়নি। সম্প্রতি মোটরসাইকেল ও অটোরিকশার চাপায় বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছে। এতে করে ছাত্র-ছাত্রী অভিভাবকদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের ভেতরের রাস্তাটি বন্ধের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।