ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

জুলাই আন্দোলন কোনো দলের নয়, এটা ছাত্র-জনতার অ্যাচিভমেন্ট: তানিয়া রব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, আগস্ট ২৭, ২০২৫
জুলাই আন্দোলন কোনো দলের নয়, এটা ছাত্র-জনতার অ্যাচিভমেন্ট: তানিয়া রব বক্তব্য দিচ্ছেন তানিয়া রব

লক্ষ্মীপুর: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, জুলাই আন্দোলন কোনো দলের অ্যাচিভমেন্ট নয়, এটা ছাত্র-জনতার অ্যাচিভমেন্ট। জুলাই সনদ আইনি ভিত্তিতে বাস্তবায়ন না হলে ছাত্রদের রক্তপাত অর্থহীন হবে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়, তাহলে এটা কি দলীয় সরকার বাস্তবায়ন করবে? যদি তাই না হয়, তাহলে জুলাই অভ্যুত্থানে বাচ্চাদের প্রাণ দেওয়া রক্তপাত অর্থহীন হয়ে গেল না? তাহলে আমাদের জাতিটা কবে মুক্তি পাবে? তারা তো একটা মুক্তির জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল। এটা কোনো দলের অ্যাচিভমেন্ট নয়, এটা ছাত্র-জনতার অ্যাচিভমেন্ট। দলের ভূমিকা থাকতে পারে। আমরা দিনরাত রাস্তায় ছিলাম। কৃতিত্ব ওই ছাত্রদেরকেই দিতে হবে। আজকে তারা যত ভুলই করুক, কিন্তু সেদিনের কৃতিত্ব ওই ছাত্রদেরকেই দিতে হবে।

তিনি বলেন, আমরা সংস্কার করবো, নির্বাচনের দিকেও আগাবো। কারণ ২০১৪ সাল থেকে শুরু করে কোথাও কোনো নির্বাচন হয়নি। নতুন প্রজন্মের ভোটারই জানে না কীভাবে ব্যালটে সিল মারতে হয়। এটা ভুলতে বসেছে। এ জন্য আমাদের নির্বাচনটা ফিরিয়ে আনা দরকার, সংস্কারও দরকার। সংস্কারের মাধ্যমে যদি আমরা রাষ্ট্রটাকে এগিয়ে নিতে পারি।

জেএসডি নেতা তানিয়া রব বলেন, আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থের বাইরে যেতে পারি না। রাজনীতিটা এমন হয়ে দাঁড়িয়েছে, দল যারা করে তারা দলের বাইরে চিন্তা করতে চায় না এবং তাদের করতে দেওয়া হয় না। সেই দলীয় মানুষরাই কি রাষ্ট্রীয় সব সুবিধা, কষ্ট ও আকাঙ্ক্ষা বুঝতে পারবে? এমনটা তো নাও হতে পারে। সেজন্য আ স ম আবদুর রব উচ্চকক্ষের কথা বলেছেন। যে দলের বাইরে থেকেও বিশেষায়িত যারা—জ্ঞানে, বিজ্ঞানে, শ্রমে, পেশায়—তাদের নিয়ে একটি উচ্চকক্ষ গঠন করতে হবে। আজকে উচ্চকক্ষের আন্দোলন আসছে।  

তিনি আরও বলেন, আমি ঐকমত্য কমিশনে দিনের পরদিন ছিলাম। তাদের আলোচনাকে আমার গঠনমূলক আলোচনা মনে হয়নি। পাশ কাটিয়ে যাবার একটি প্রবণতা মনে হয়েছে। সংস্কার কমিশনের কাজ হবে সিদ্ধান্ত দেওয়া। এদেশের দলগুলো মানল কি-না, সেটা জনগণ বুঝবে।

তানিয়া রব বলেন, আমরা পিআর পদ্ধতি চাই না। বিদ্যমান পদ্ধতি ঠিক আছে। যেভাবে অঞ্চলভিত্তিক আসন বিন্যাস করা আছে, সেভাবেই ঠিক আছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেএসডি নেতা প্রফেসর মনসুর হক প্রমুখ।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।