ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বেনাপোলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৪, আগস্ট ২৯, ২০২৫
বেনাপোলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা  মিজানের বাড়িতে লোকজনের ভিড়

বেনাপোল (যশোর): বেনাপোলে নিজ বাড়িতে মিজানুর রহমান (৫০) ওরফে মিজান কসাই নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে নিজ বাড়ির উঠানে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।

নিহত মিজান বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের মৃত হানেফ সর্দারের ছেলে।

নিহতের শ্যালক ইসমাইল জানান, মিজান একটি মাংসের দোকানের কর্মচারী। এছাড়া তিনি গরুর ব্যবসা করেন। মিজান গরু জবাই করার জন্য বৃহস্পতিবার রাত ২টার পর ঘর থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও মিজান দোকানে না যাওয়ায় সেখান থেকে দোকান মালিক আহমেদ তাকে ফোন দিতে থাকেন। কিন্তু তার ফোন বন্ধ পাওয়ায় পরে তিনি তাকে নেওয়ার জন্য ভ্যানসহ একজন কর্মচারীকে মিজানের বাড়িতে পাঠান। ওই কর্মচারী মিজানের বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকি করলে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখেন যে তার স্বামী অন্ধকারে মাটিতে পড়ে আছেন। এসময় তিনি চিৎকার করতে করতে বাইরের গেট খুলে দিলে ভ্যানচালক ও প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেন যে মিজান গলা কাটা অবস্থায় পড়ে আছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানের গলা কাটা লাশ ঘরের গেটের সামনে পড়ে থাকতে দেখে। লাশের পাশে ধারালো একটি ছুরি পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।