ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, সেপ্টেম্বর ১, ২০২৫
মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

মেহেরপুর: একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।

গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চৌগাছার (ভিটাপাড়া) মৃত আজিজুল হকের ছেলে।

তিনি বিএনপির স্থানীয় নেতা হিসেবে পরিচিত।
 
সোমবার (০১ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ মেহেরপুর কোম্পানি এবং গাংনী সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

সোমবার সকাল ৯টায় র‌্যাব ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয়ের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ কার্যালয়ের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গোলাম মোস্তফা ডাকু আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।