ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

যশোরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছাড়িয়ে নিল সহযোগীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, সেপ্টেম্বর ৪, ২০২৫
যশোরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছাড়িয়ে নিল সহযোগীরা

যশোর: সিআইডি যশোর জোনের একটি আভিযানিক দলের ওপর হামলা চালিয়ে আটক মাদক কারবারিকে ছাড়িয়ে নিয়েছে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। এতে শহিদুল ইসলাম নামে একজন কনেস্টবল আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়। হামলার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। জেলা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে আক্রান্তদের উদ্ধার করে নিয়ে আসে।  

ডিআইডি সূত্রে জানা যায়, মাদকের বড় একটি চালান জড়ো করা হয়েছে মর্মে তথ্য পেয়ে সংস্থার যশোর জোনের একটি টিম বুধবার সন্ধ্যায় রাজারহাট এলাকার একটি মাদকের আখড়ায় অভিযান চালায়। এখান থেকে একজন মাদক কারবারিকে আটক করা হয়।  

এসময় আটক ওই ব্যক্তির সহযোগীরা সিআইডি টিমের ওপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। হামলার সময় সিআইডির কনেস্টবল শহিদুল ইসলাম আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন সিআইডির একজন সাব ইন্সপেক্টর।  

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত মামলার বিষয়টি স্বীকার করেছেন।  

তিনি বাংলানিউজকে বলেছেন, বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে সিআইডির একটি টিম রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে যেয়ে একজনকে আটক করে। এসময় আরো কয়েকজন কারবারি তাদের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যায়।  

বিষয়টি নিয়ে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, জেলা পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে যেয়ে সিআইডির সদস্যদেরকে উদ্ধার করে নিয়ে আসে।  

বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।  

এসএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ