ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

‘শান্তির পাহাড় চেয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, সেপ্টেম্বর ১৫, ২০২৫
‘শান্তির পাহাড় চেয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা’

পাহাড়ের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙার চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মাটিরাঙ্গা থানা কমিটির সভাপতি অমর সিং চাকমার সভাপতিত্বে পিসিপির মাটিরাঙা থানা কমিটির সভাপতি সুনীল ত্রিপুরা সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির সদস্য আরাধ্য পাল খীসা।  

দেশ প্রেমিক এম এন লারমা ছিলো পাহাড়ের চেতনা মন্তব্য করে প্রধান অতিথি আরাধ্য পাল খীসা বলেন, শান্তির পাহাড় চেয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি বেঁচে থাকলে পাহাড়ের সামগ্রীক দৃশ্যপট পাল্টে যেতো। সেই দুরদর্শী চেতনার অগ্রদুত পাহাড়ের নক্ষত্র এমএন লারমা ষড়যন্ত্রকারীদের বুলেটের আঁঘাতে প্রাণ দিতে হয়েছিল। পার্বত্য চট্টগ্রামকে উন্নয়ন ও অগ্রযাত্রার পথে এগিয়ে নিতে শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন।  

মানবেন্দ্র নারায়ণ লারমা জুম্ম জাতির অধিকার আদায়ে স্বোচ্ছার ছিলেন। তিনি চেয়েছিলেন অধিকার আদায়ের পাশাপাশি পাহাড়ের সব মানুষ, সব জাতি গোষ্ঠী নিজেদের মাথা উঁচু করে বৈষ্যমহীনভাবে পাহাড়ে শান্তিতে বসবাস করবে।  

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মাটিরাঙা থানা কমিটির সাধারণ সম্পাদক দীপু চাকমার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা (জুকি), রামগড় থানা কমিটির সভাপতি হরি সাধন বৈষ্ণব প্রমুখ।  

অনুষ্ঠানে সাবেক পিসিপির কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নিশান চাকমা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অরবিন চাকমাসহ নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।  

জেএসএস এর মাটিরাঙা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি ও গুইমারা থানা কমিটির অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করেন।  

এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।