ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আল্লাহর বিধানেই মানবতার মুক্তি: হেযবুত তওহীদের ইমাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, সেপ্টেম্বর ১৫, ২০২৫
আল্লাহর বিধানেই মানবতার মুক্তি: হেযবুত তওহীদের ইমাম

নরসিংদীতে হেযবুত তওহীদের উদ্যোগে ‘চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই’ শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নরসিংদী শিশু একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদী জেলা হেযবুত তওহীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।  

তিনি বলেন, ‘আল্লাহর বিধান ত্যাগ করে মানুষের তৈরি বিধান মেনে নেওয়ার কারণেই আজ আমরা মহাসংকটে নিমজ্জিত। তাই মানবরচিত সমস্ত তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর হকুম অনুযায়ী তওহীদভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। এজন্য আল্লাহ চাওয়া অনুযায়ী মোমেনদের জীবন-সম্পদ উৎসর্গ করতে হবে। ’

তিনি আরও বলেন, ‘১৯৭২ সালের সংবিধান ১৭ বার সংশোধিত হলেও তা জাতিকে শান্তি দিতে পারেনি, যা মানুষের তৈরি ব্যবস্থার অসম্পূর্ণতা ও ব্যর্থতারই প্রমাণ বহন করে। এর ফলস্বরূপ অবিচার, দুর্নীতি, হানাহানি ও নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছেই। তার মতে, মানুষের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে সৃষ্ট বিধান মানবজাতির জন্য স্থায়ী শান্তি দিতে ব্যর্থ। একমাত্র স্রষ্টার দেওয়া নিখুঁত জীবনবিধানই মুক্তি আনতে পারে। আল্লাহর বিধানেই মানবতার মুক্তি নিহিত। ’
 
মুসলিম উম্মাহর বিভেদ প্রসঙ্গে তিনি বলেন, মুসলিম উম্মাহ আজ ফেরকা ও মাজহাবের নামে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এবং রক্ত ঝরাচ্ছে। এ আত্মঘাতী বিভেদ মুসলিমদের দুর্বল করে দিয়েছে। তিনি ‘লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই’ - এই তওহীদের ঘোষণাকে ঐক্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে মুসলিম জাতিকে কালেমার এক পতাকাতলে একত্রিত হওয়ার আহ্বান জানান।

হেযবুত তওহীদের নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, হেযবুত তওহীদের সদস্যরা নতুন সভ্যতার অগ্রদূত। আপনাদের ইসলামের বাস্তবিক শিক্ষা ধারণ করতে হবে এবং ইসলামের প্রকৃত শিক্ষা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক মো. গোলজার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুব আলম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, নরসিংদী জেলা সভাপতি ফারুক মিয়া, নরসিংদী রিপোটার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, হেযবুত তওহীদের নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, নারী বিষয়ক সহকারী সম্পাদক আয়েশা সিদ্দিকা, নারায়ণগঞ্জ অঞ্চলের আমির আরিফ উদ্দিন প্রমুখ।
 
বক্তারা তাদের বক্তব্যে সমাজে সাম্য, ন্যায় ও মানবতার ভিত্তিতে একটি তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সমাজে যে অস্থিরতা ও বিভ্রান্তি বিরাজ করছে তা দূর করতে হলে আল্লাহর হুকুমের ওপর ভিত্তি করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত হাজারো কর্মীরা জাতিকে ঐক্যবদ্ধ করতে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।