ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ভাঙ্গায় ফ্যাসিবাদের দোসররা ঢুকে আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩১, সেপ্টেম্বর ১৫, ২০২৫
ভাঙ্গায় ফ্যাসিবাদের দোসররা ঢুকে আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে: শামা ওবায়েদ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ভাঙ্গাবাসীকে উদ্দেশে বলেছেন, আমি মনে করি ভাঙ্গার ঝামেলায় ফ্যাসিবাদ ঢুকে গেছে। ফ্যাসিবাদের দোসররা ঢুকে আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে।

তিনি বলেন, প্রশাসনের গাড়ি ভাঙচুর করছে, এটা সাধারণ জনগণের কাজ না। জনগণ যে কয়দিন মাঠে ছিল, রাস্তায় ছিল তারা কখনো এ কাজ করে নাই। সুতরাং আমি ভাঙ্গা উপজেলার যারা সাধারণ জনগণ আছেন তাদের অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরেন, আল্লাহর ওপর ভরসা রাখেন, অবশ্যই নির্বাচন কমিশন ও বর্তমান অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু সমাধান আপনাদের দেবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সালথা উপজেলা ওলামা দলের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ সালথার লোকজনদের উদ্দেশে বলেন, আমরা সালথা উপজেলায় সব ধর্ম, বর্ণ নির্বিশেষে সব দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন। এ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, সেটাই আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা হওয়া উচিত।

তিনি আরও বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমাদের কে শিখানো হয়েছে অন্য ধর্মের যারা আমাদের ভাইয়েরা আছে বোনেরা আছে মুরুব্বিরা আছে তাদেরকে আমরা সমপরিমাণের শ্রদ্ধা করি। তাদের আমরা সমপরিমাণে ভাই মনে করি, বোন মনে করি।

ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্ব ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বার, সাবেক সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।