ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, সেপ্টেম্বর ১৭, ২০২৫
ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত ফরিদপুরের মানচিত্র

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আফসার শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পূর্ব পাশের বিলে গোসল করতে গিয়ে আফসার শেখের নাতি ছেলে সুমন ফকিরের সঙ্গে  প্রতিবেশী নজরুল কাজীর ছেলের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের একই দিন বাড়িতে ফিরে আসার পরে আবারও সুমনকে মারধর করে নজরুল কাজীর ছেলে।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে মারধরের বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চান আফসার শেখ। এসময় প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে আফসারকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন আফসার। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।