মেহেরপুর: সাপের কামড়ে মেহেরপুরের গাংনী উপজেলায় মাইশা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
মাইশা আক্তার কল্যাণপুর গ্রামের এনামুল হকের মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, মাইশা নিজ বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করার সময় তাকে সাপে কামড়ায়। মাইশা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা সাপে কামড়ের বিষয়টি বুঝতে পেরে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক এম কে রেজা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে শিশু মাইশা আক্তারকে বিষধর সাপে কামড় দিয়েছে। এ কারণে তার শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।
এসএইচ