সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানাধীন চড়িয় এলাকার ১ নম্বর ব্রিজের পাশে এবং একই সময়ে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার কাওয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে নুরুন্নবীর (৫০) পরিচয় জানা গেলেও শিশুটির পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে বলে জানা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভদ্রঘাট থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে সলঙ্গায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন এক ব্যক্তি। তারা ১ নম্বর সেতু এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
খবর পেয়ে দুটি ঘটনাস্থলেই পুলিশ পাঠিয়েছি, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। নিহত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
ওসি আরও বলেন, অপরদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাওয়াক মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন নুরুন্নবী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরএ