ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ভারত থেকে আনা প্রায় ১০ কোটি টাকার মূল্যের কাপড় জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, অক্টোবর ১৩, ২০২৫
ভারত থেকে আনা প্রায় ১০ কোটি টাকার মূল্যের কাপড় জব্দ

সাতক্ষীরা: সরিষার খইল আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আনা প্রায় ১০ কোটি টাকার মূল্যের শাড়ি ও লেহেঙ্গাসহ বিভিন্ন মালামালের চালান আটক করেছে বিজিবি ও কাস্টমস।

সোমবার (১৩ অক্টোবর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর ও ভোমরা কাস্টমস স্টেশন এসব তথ্য জানায়।

এর আগে রোববার রাতে রাতে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে ভারতীয় দুটি ট্রাকসহ বিশাল এই শাড়ি ও লেহেঙ্গার চালান আটক করে সংস্থা দুটি।

কাস্টমস সূত্রে জানা যায়, চাপাইনবাবঞ্জের আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজ ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন ভারতীয় সরিষার খইল আমদানির জন্য ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে পশ্চিমবঙ্গের রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকে এন্টারপ্রাইজের অনুকূলে এলসি প্রদান করেন। রোববার ভারতীয় সরিষার খইল বোঝাই দুটি ট্রাক ভোমরাস্থল বন্দরের পার্কিং ইয়ার্ডে ঢোকার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা স্থলবন্দর এলাকায় সরিষার খইল ভর্তি ট্রাকের বস্তা খুলে ভারতীয় উন্নতমানের শাড়ি ও লেহেঙ্গার খোঁজ পায়। এরপর বন্দর থেকে বিজিবি সদস্যরা সরিষার খইল, ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা বোঝায় একটি ট্রাক বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যায়।

এদিকে, উক্ত আমদানীকারক প্রতিষ্ঠানের পক্ষে যশোরের সিঅ্যান্ডএফ এজেন্ট জেবা এন্টার প্রাইজের পরিচালক মাসুদ আলম উল্লিখিত ৬০ টন সরিষার খইলের শুল্কায়ানের জন্য বিলঅব এন্ট্রি দাখিল করেন। দুটি ট্রাকের মধ্যে একটি বিজিবি সদস্যরা আটক করে নিয়ে গেলেও অপর ট্রাকটি কায়িক পরীক্ষণকালে কাস্টমস পরিদর্শক প্রতিটি সরিষার খৈলের বস্তায় ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা লট দেখতে পান। এসময় কাস্টমস কর্তৃপক্ষ সরিষার খইল বোঝায় ওই ভারতীয় ট্রাক থেকে ৮ হাজার ৭শ ৮৪ পিস উন্নতমানের শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে।

অপরদিকে, বিজিবি জানায়, তাদের হাতে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২০ হাজার কেজি ভারতীয় খইল, ২ হাজার ৪৮৯ পিস অতি উন্নতমানের শাড়ি, ২ হাজার ১০০ পিস উন্নতমানের শাড়ি, ৩৫৮ পিস অতি উন্নমানের থ্রি-পিস, ১৫০ পিস উন্নতমানের থ্রি-পিস, ২০৫ পিস ব্লাউজ ও ১৫০ বোতল ফেনসিডিল। এসময় ভারতীয় ট্রাক থেকে ওই মালামাল বাংলাদেশি দুটি ট্রাকে তোলার সময় তিনটি ট্রাকই জব্দ করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায় লে. কর্নেল আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের বাজার মূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

কাস্টমস ও বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য প্রায় ১০ কোটির টাকা বলে জানা গেছে।

 

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।