ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আখাউড়া বন্দর দিয়ে ভারত গেল ১২শ’ কেজি ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, সেপ্টেম্বর ১৮, ২০২৫
আখাউড়া বন্দর দিয়ে ভারত গেল ১২শ’ কেজি ইলিশ আখাউড়া বন্দর দিয়ে ভারত গেল ১২শ’ কেজি ইলিশ

ব্রাহ্মণবাড়িয়া: দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ১২শ’ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে।  

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ বোঝাই দুটি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

এবার এ বন্দর দিয়ে রপ্তানি করা ইলিশের প্রথম চালান এটি।

মোহাতাব অ্যান্ড সন্স নামে যশোরের বেনাপোলের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে মাছগুলো রপ্তানি করে। আর মাছের আমদানিকারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস। মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন।

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক মিয়া জানান, তিন প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া গেছে। প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। দুর্গাপূজা শুরুর আগেরদিন পর্যন্ত ভারতে ইলিশ মাছ রপ্তানি হবে।  রপ্তানি করা ইলিশের ওজন-মান যাচাই করা হচ্ছে

আখাউড়া মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, রপ্তানিকৃত ইলিশ মাছের গুণগতমান পরীক্ষা নিরীক্ষা শেষে মাছগুলো ভারতে পাঠানো হয়।  

তিনি আরও জানান, গত বছরের তুলনায় এ বছর রপ্তানিকৃত ইলিশ মাছ প্রতিকেজি আড়াই ডলার বেড়েছে। তবে এর দাম আরও বাড়লে রপ্তানিকারকরা আরও লাভবান হতে পারবেন।  

প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে দেশের স্থলবন্দরগুলো দিয়ে নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় সরকার।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।