ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বাগেরহাটে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, সেপ্টেম্বর ১৮, ২০২৫
বাগেরহাটে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে পুকুরে গোসল করতে নামে ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসা নাতি শিশু নূর কাদের মোল্লা।

সেখান থেকে শিশু নূর কাদের মোল্লা যখন উঠতে পারছিলো না । তাই দেখে দাদা শাহাজাহান মোল্লা উঠাতে  আসলে তিনিও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দাদা ও নাতিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নৃর জামানের পুত্র নূর কাদের মোল্লা (০৯) এবং তার দাদা শাহজাহান মোল্লার (৮০)।

চিতলমারী থানার উপ পরিদর্শক এস আই মোঃ ফয়সাল বলেন, স্থানীয়রা তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক কবর স্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।


এমআরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।