ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কুষ্টিয়ায় বজ্র্রপাতে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, সেপ্টেম্বর ২০, ২০২৫
কুষ্টিয়ায় বজ্র্রপাতে নিহত ২ ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন- উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন গ্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫) ও রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মণ্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০)। আহত মকবুল হোসেন (৫৩) হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এ সময় বজ্রপাতে জামাত আলী ও মককুল হোসেন নামের দুজন আহত হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জামাত আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তুহিন জানান, শনিবার দুপুরে বজ্রপাতের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিল। একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।