ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ডিমলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, সেপ্টেম্বর ২১, ২০২৫
ডিমলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে তারা দলের কেন্দ্রীয় এবং জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্যসহ একাধিক অভিযোগ তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতাকর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি রেজাউল করিম।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ’ 

এ সময় তিনি আরও বলেন, ‘গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃত্বের কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে স্থানীয় পর্যায়ে দলের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আমরা এই পরিস্থিতি আর সহ্য করতে পারছি না। ’

ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন এবং জানিয়েছেন, তারা দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কিন্তু নেতাদের কার্যকলাপের কারণে তাদের একত্রিত হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।