ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

‎‎‎ঝালকাঠিতে পিকনিক করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, সেপ্টেম্বর ২২, ২০২৫
‎‎‎ঝালকাঠিতে পিকনিক করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত প্রতীকী ছবি

ঝালকাঠিতে পিকনিক করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে মো. শাহারিয়ার নাফিস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর এক শিক্ষার্থী।

ঝালকাঠি শহরের বাঁশপট্টি এলাকায় রোববার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টায় এ ঘটনা ঘটে।  

মো. রিফাত (১৮) নামে আহত এক শিক্ষার্থীকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, ১৫/১৬ জন বন্ধু মিলে একটি ভবনের ছাদে পিকনিক করছিল। অসতর্কতার কারণে দুই শিক্ষার্থী ছাদ থেকে পড়ে যায়। এতে  ঘটনাস্থলেই নাফিস মারা যায়।  

নিহত শাহারিয়ার নাফিস কুষ্টিয়া জেলার প্রবাসী মো. জালাল উদ্দিন কিরণের ছেলে। সে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করত এ কারণে তার পরিবার ঝালকাঠিতে বাসা ভাড়া করে থাকতো।  

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ ইতোমধ্যেই তদন্ত কাজ শুরু করেছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।