ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

টঙ্গীর কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, সেপ্টেম্বর ২২, ২০২৫
টঙ্গীর কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ৪ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে আহতদের।

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করার সময় ফায়ার সার্ভিসের চারজন আহত ও দগ্ধ হয়েছেন।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর টঙ্গী সাহারা মার্কেট সেমি পাকা একটি টিন সেট কেমিক্যালের গোডাউনের অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায় বিকেল সাড়ে তিনটার দিকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করার সময় তারা আহত হয়।

আহতরা হলেন, ফায়ার ফাইটার শামীম, নুরুল হুদা, জয় হাসান ও অফিসার জান্নাতুল নাঈম (অফিসার)। তাদের রাজধানীর শাহবাগ থানা এলাকায় অবস্থিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে এদিন বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।  

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহিন আলম জানান, টঙ্গী স্টেশন রোড রেলগেট এলাকায় সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরাসহ আশেপাশের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় ফায়ার সার্ভিসের পাঁচজন আহত হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।

এজেডএস/আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।