লক্ষ্মীপুর: বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে এ্যানি এ কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, স্বাস্থ্য কার্ডে ফ্রি চিকিৎসা থাকবে, সরকারি হাসপাতালে অপারেশন ও ওষুধ ফ্রি দেওয়া হবে। তারেক রহমান এ ঘোষণা লন্ডন থেকে দিয়েছেন এবং তিনি শিগগিরই বাংলাদেশে আসবেন। তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন—ফ্যামিলি কার্ডের মাধ্যমে সব সুবিধা দেওয়া হবে। এতে কম টাকায় রেশন, কম টাকায় পণ্য কেনার সুযোগ থাকবে। শিক্ষাখাতেও কার্ড অন্তর্ভুক্ত থাকবে; বিনা বেতনে পড়াশোনা ও বিনামূল্যে বই সরবরাহ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সারসহ নানা সুবিধা পাবেন। বাংলাদেশের মতো দরিদ্র দেশে এ উদ্যোগগুলো বাস্তবায়িত হলে কারও কাছে হাত পাততে হবে না।
এ্যানি আরও বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষাব্যবস্থা ও রাস্তা-ঘাটের উন্নয়ন করা হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, তারেক রহমানের নেতৃত্বে আমরা তা গ্রহণ করব।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।
এসআরএস