ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বেশিরভাগ জনগণ চাইলে নির্বাচনে পিআর পদ্ধতি চালু হতে পারে: জাকসু ভিপি জিতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, সেপ্টেম্বর ২৪, ২০২৫
বেশিরভাগ জনগণ চাইলে নির্বাচনে পিআর পদ্ধতি চালু হতে পারে: জাকসু ভিপি জিতু জাকসু'র নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু)'র নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট করা যেতে পারে। যদি বেশির ভাগ মানুষ ও রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ে মনে করে রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি জরুরি তাহলে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে।

আর দেশের মানুষ যদি মনে করে পিআর পদ্ধতির দরকার নেই, তাহলে আমিও মনে করি পিআর পদ্ধতির প্রয়োজন নেই।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক প্রশ্নের জবারে তিনি একথা বলেন।

ভিপি জিতু আরও বলেন, ‘আমরা চাই এই জিম্মিদশা থেকে বের হয়ে যোগ্যতার ভিত্তিতে কামার-কুমারের সন্তানও সুষ্ঠু রাজনীতিতে সুযোগ পাক। আগামীতে আমরা এমন রাজনীতি গড়ে তুলতে চাই, যেখানে দীর্ঘদিন ধরে যে সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, তা ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে। ’

এসময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।