ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, অক্টোবর ১২, ২০২৫
মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম

মাগুরা: দেশব্যাপী ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ কর্মসূচি মাগুরা জেলায়ও শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে পিটিআই স্কুলে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার শামীম কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসিবুল ইসলাম এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল হাই।

বক্তারা বলেন, টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী কয়েক সপ্তাহ ধরে মাগুরা জেলার চারটি উপজেলা ও পৌর এলাকায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।

মাগুরা জেলায় মোট দুই হাজার তিনশ’ একটি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে এক হাজার তিনশ’ ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটি স্থায়ী কেন্দ্র এবং নয়শ’ ৩৬টি অস্থায়ী কেন্দ্র রয়েছে।  

জেলার দুই লাখ ৪৭ হাজার আটশ’ ৭৬ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পেইনটি পরিচালনা করছে মাগুরা সিভিল সার্জন কার্যালয়।

জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, ‘যে রেজিস্ট্রেশন করেছি তাতে আমরা আশাবাদী জেলার সকল নয় থেকে ১৫ মাস বয়সী সকল শিশুকে এই ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় আনতে পারব’।

তিনি বলেন, ‘আমাদের এখানে (মাগুরায়) স্বাস্থ্য বিভাগ কাজ করছে, উপজেলা প্রশাসন কাজ করছে, পুলিশ বিভাগ কাজ করছে। সকলের সহযোগিতায় আমরা চাই যে আমাদের একটি শিশুও যেন এই ভ্যাকসিনেশন থেকে বাদ না পড়ে। ’

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।