‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে বরগুনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের অভিযোগের ভিত্তিতে এ গণশুনানির আয়োজন করা হয়।
রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বরগুনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
গণশুনানিতে বরগুনার বিভিন্ন দপ্তরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার হওয়া সেবাপ্রার্থীরা অভিযোগ উত্থাপন করেন।
এতে বরগুনা পৌরসভা, বিআরটিএ, উপজেলা ভূমি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, পাসপোর্ট অফিস, জেলা প্রশাসন, ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পুলিশ প্রশাসন, সড়ক বিভাগ, খাদ্য বিভাগ ও সমাজসেবা কার্যালয়সহ মোট ১৮টি দপ্তরের বিরুদ্ধে প্রায় শতাধিক অভিযোগ পাওয়া যায়।
এসব অভিযোগের মধ্যে ৫৯টি অভিযোগের সরাসরি শুনানির জন্য সংশ্লিষ্ট সেবাগ্রহীতা ও দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত করা হয়। এর মধ্যে ভূমি অফিস, পাসপোর্ট অফিস এবং বরগুনা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যায়। শুনানি শেষে ৫৯টি অভিযোগের মধ্যে ৫৬টির তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয়। বাকি তিনটির মধ্যে দুটি অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং একটি অভিযোগে দুদকের মাধ্যমে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করা ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা এবং মূল্যবোধ বৃদ্ধি করাই এ গণশুনানির মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, দুর্নীতি রোধে সরকারি কর্মচারীদের সততা ও দায়বদ্ধতা বাড়াতে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণশুনানিতে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনা ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদকের বরিশাল বিভাগের পরিচালক মো. মোজাহার আলী সরদার, বরগুনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল-মামুন শিকদার এবং সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী।
এসআরএস