ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কাপ্তাই হ্রদে ডুবে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, অক্টোবর ১৪, ২০২৫
কাপ্তাই হ্রদে ডুবে নারীর মৃত্যু কাপ্তাই হ্রদ

রাঙামাটির বিলাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নৌকা থেকে পড়ে তিনি হ্রদের পানিতে তলিয়ে যান।

পরে জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কেরণছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লতা কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি গ্রামের বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী।

কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রামাচরণ মারমা জানান, সকালে নৌকায় করে বাড়ি থেকে বিলাইছড়ি বাজারের উদ্দেশে রওনা দেন লতা মারমা। পরে কেরণছড়ি এলাকায় নৌকা থেকে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। নৌকায় তার ভাশুরের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছেলেও ছিল। সে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে লতাকে খোঁজার কাজ শুরু হয়। একপর্যায়ে তার অচেতন দেহ কাচকি জালে উঠে আসে। পরে তাকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই লতার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শুনে স্বামী ও শ্বশুর অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।