মেহেরপুর: সাপের কামড়ে মেহেরপুরে আলিফ (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের উত্তরপাড়া খোকসা গ্রামে এই ঘটনা ঘটে।
আলিফ গ্রামের মানিকের ছেলে। সে খোকসা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দাদার বাড়িতে অবস্থানকালে আলিফকে বিষাক্ত সাপে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী নেওয়ার পথে আলিফের মৃত্যু হয়।
এসএইচ