ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

৩য় সন্তানও মেয়ে হওয়ায় খালে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, অক্টোবর ২১, ২০২৫
৩য় সন্তানও মেয়ে হওয়ায় খালে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ৫ দিনের মেয়ে শিশুকে খালে ফেলে দিয়ে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শারমিন খাতুন (৩২) রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, দুই মেয়ের পর আবারো মেয়ে শিশু জন্ম গ্রহণ করায় তাকে খালের পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে শারমিন খাতুন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, ‘সোমবার রাত ৯টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করতে চান। নিখোঁজ ডায়েরি এন্ট্রি করার কারণ হিসেবে ইব্রাহিম বলেন তাদের মেয়েকে নিয়ে মা শারমিন বিকেলে ঘুমিয়ে ছিল। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।

ওসি আরও জানান, ইব্রাহিম খলিলের কথা অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করে, ৫ বছর ও দেড় বছর বয়সী দুই কন্যা সন্তান থাকা সত্ত্বেও তৃতীয় সন্তান কন্যা হওয়ায় তাকে বাড়ির পাশের একটি খালে ছুড়ে ফেলা হয়েছে।

শারমিনের স্বীকারোক্তি অনুযায়ী খালের কচুরিপনার মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় ওই নবজাতকের দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার শারমিনকে মঙ্গলবার সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।