গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, জৈনা বাজার এলাকার এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকদের গত সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। বিভিন্ন সময়ে বেতন দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন, কিন্তু বেতন দেওয়ার কোনো সম্ভাবনা না থাকায় তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, কারখানা কর্তৃপক্ষ কয়েকবার শ্রমিকদের বেতন পরিশোধের তারিখ দিলেও তা পরিশোধ করেননি। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তারা উত্তেজিত হয়ে ওঠেন। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আরএস/এসআইএস