ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সদরপুরে ভুবনেশ্বর নদের ওপর দৃষ্টিনন্দন বাঁশের সাঁকো নির্মাণ করল কৃষকদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, অক্টোবর ২৩, ২০২৫
সদরপুরে ভুবনেশ্বর নদের ওপর দৃষ্টিনন্দন বাঁশের সাঁকো নির্মাণ করল কৃষকদল সাঁকোর উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের পেঁয়াজখালি বাজার সংলগ্ন ভুবনেশ্বর নদের ওপর নির্মিত একটি দৃষ্টিনন্দন বাঁশের সাঁকোর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ সাঁকোর উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

সাঁকোটি নির্মাণে অর্থায়ন করেছেন কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির। তার অনুরোধে স্থানীয় কৃষকদল নেতাকর্মীদের নিজস্ব শ্রম ও উদ্যোগে এ সাঁকো নির্মিত হয়।

সাঁকোটি চালু হওয়ায় ভুবনেশ্বর নদের দুই তীরের সহস্রাধিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। বিশেষ করে নদের দুই প্রান্তের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এখন সহজে যাতায়াত করতে পারবে।

স্থানীয়রা জানান, ভুবনেশ্বর নদের ওপর এই সাঁকো না থাকায় দুই তীরের মানুষ, বিশেষ করে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন। সাঁকো নির্মাণের ফলে দুই প্রান্তের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল ইসলাম বাবুল বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়েই আমরা মানুষের মন জয় করবো। কৃষকদল মানুষের পাশে থেকে ভালোবাসা ও সেবা নিয়েই এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আমরা মানুষের জন্য, মানুষের পাশে থেকে ফরিদপুর-৪ আসনের প্রতিটি এলাকায় উন্নয়ন ও সহযোগিতার বার্তা পৌঁছে দেব।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ