ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শরীয়তপুরে প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন অসচ্ছল ২০ নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
শরীয়তপুরে প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন অসচ্ছল ২০ নারী

শরীয়তপুর: শরীয়তপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দুস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে পাঁচ মাস প্রশিক্ষণ শেষে ২০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা সদর উপজেলার কলোনি মাঠের পাশের একটি বাড়িতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনগুলো বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভ সংঘের কেন্দ্রীয় টিম, শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন, নিউজ টোয়েন্টিফোরের শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনি।

এ সময় প্রশিক্ষক মুন্নি বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘের শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া।  

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা শুভসংঘ ‘শুভ কাজে সবার পাশে থাকে’। দেশ ও মানুষের কল্যাণে কাজ করা দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়া হয়েছে। এই মেশি পেয়ে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন। অসহায় এই নারীরা প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন। সেলাই কাজ করে তারা যা উপার্জন করবেন, সেটি কিছুটা হলেও সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে। তাদের সংসারের চাকা সচল হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত ২০ নারীর মধ্যে শাহানারা আক্তার, নার্গিস আক্তার ও জায়েদা বেগম বলেন, আমাগো এতদিন ট্রেনিং দিল বসুন্ধরা গ্রুপ। এই ট্রেনিং কইরা আমরা অনেক কিছু শিখছি। অহন আমাগো সেলাই মেশিন দিছে। অভাবের সংসারে এই মেশিন দিয়া কাপড়চোপড় বানাইলে আমাগো ভালো আয় হইবো। সংসারটা ভালো চলবো। এর আগেও গেছে শীতে বসুন্ধরা থেইকা আমাগো কম্বল দিছে। আল্লাহ বসুন্ধরার মালিকের ভালো করুক।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ