ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, অক্টোবর ৯, ২০২৫
ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা সভা বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা সভা

সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ফেনীর ফুলগাজীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফুলগাজীর একটি রেস্টুরেন্টে বসুন্ধরা শুভসংঘ ফুলগাজী উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনার প্রতিপাদ্য ছিল— ‘একসাথে বলুন, মাদক নয়– জীবন হোক নির্মল। ’

বসুন্ধরা শুভসংঘ ফুলগাজী উপজেলা শাখার সহ-সভাপতি রাহাত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিদ শুভর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ ফেনী জেলার সভাপতি জসিম ফরায়েজী।

জসিম ফরায়েজী বলেন, যুবসমাজকে রক্ষা করতে হলে এখনই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একজন সচেতন তরুণই পারে অন্য দশজনকে সচেতন করতে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- ফেনী সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শারীদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি সোহরাব হোসেন।  

বক্তারা বলেন, মাদক আজ পরিবার, সমাজ ও জাতির জন্য সবচেয়ে বড় হুমকি।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষক, সমাজ ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রহিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, ইশতিয়াক রসুল সানবিন, আজাদ হোসেন চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম ডালিম, কর্ম ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক আদর পাটোয়ারী, সদস্য মুহাম্মদ জোবায়ের হোসেন, জিয়া উদ্দিন তুষার, মিতুল, জিদান প্রমুখ।

আলোচনাসভায় মাদকের কুফল, শিক্ষার্থীদের প্রতি সচেতন বার্তা এবং সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ