‘শুভ কাজে সবার পাশে’ থাকার প্রত্যাশা নিয়ে সিলেটের জকিগঞ্জে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক আজাদুর রহমান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
সেখানে উপদেষ্টা হিসেবে আছেন, শিক্ষক ও সাংবাদিক আল মামুন, জোসনা খানম, ছিদ্দিকুর রহমান, সেলিনা চৌধুরী ও সুফিয়া বেগম।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি সারওয়ার হোসেন জীবন ও আফজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদন দত্ত ও আব্দুস শহিদ শাকির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক জামি চৌধুরী, নারীবিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সেলিম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কণিকা রাণী, সাহিত্যবিষয়ক সম্পাদক সুমন দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবাইয়া সিদ্দিকা রিয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তাহমিদ আহমদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, স্বাস্থ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানিম আহমদ, আপ্যায়ন সম্পাদক চন্দনী রাণী এবং কার্যকরী সদস্য হলেন- মুনিম আহমদ, হাবিব আহমদ, জাকারিয়া হোসেন, রিংকু মালাকার, সুফিয়ান আহমদ, জামিলা বেগম, সানি আহমদ, জান্নাত মিম, মরিয়ম বেগম, মিনহাজ আহমদ, নাজিম উদ্দীন, লাকী বেগম, রাজু আহমদ, জান্নাতুল ফেরদৌস মিম ও ফয়ছাল আহমদ।
বসুন্ধরা গ্রুপের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ ইতোমধ্যেই দেশজুড়ে সেবামূলক ও মানবিক কার্যক্রমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংগঠনটি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পথশিশুদের জন্য স্কুল পরিচালনা, বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগে ত্রাণ সহায়তা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষি উন্নয়ন কর্মসূচি, বিনামূল্যে চারা বিতরণ ও বৃক্ষরোপণসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসআরএস