ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার বন্ধুদের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:১৬ পিএম, জানুয়ারি ১৯, ২০২৫
বসুন্ধরা শুভসংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার বন্ধুদের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ: বই মিতালী একজন পাঠককে চিন্তাশীল ও মননশীল করে গড়ে তোলে আর পাঠচক্র পাঠককে শুভবুদ্ধি সম্পন্ন ও প্রতিভাবান মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে দেয়।  

বসুন্ধরা শুভসংঘ মুন্সিগঞ্জ জেলার বন্ধুরা শহরের ডিসি পার্কে শনিবার (১৮ জানুয়ারি) জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে পাঠচক্রে অংশ নেন।

তারা একসঙ্গে বসে নানা বিষয়ের ওপর যুক্তিতর্ক ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের আবিষ্কার করেন। আজকের পাঠচক্রে হুমায়ূন আহমেদের বাদশা নামদার উপন্যাস নিয়ে আলোচনা করা হয়।  

উপন্যাসটির উজ্জ্বল ও বলীয়ান দিকগুলোকে প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে। উপন্যাসের সারাংশ, লেখকের দৃষ্টিভঙ্গি ও পাঠকের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়।

আজকের পাঠচক্রে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁই, সহ-সভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রিফাত, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন রিয়ন, দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক সাবিহা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক জান্নাতুল মীরাসহ অনেকে।

জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম বলেন, পাঠচক্রের মাধ্যমে জ্ঞান ও ভাবনার বিষয় সবার সঙ্গে সহজেই আদান-প্রদান করা যায়। পঠিত বিষয়ের ব্যাখ্যা, বিশ্লেষণ ও মূল্যায়ন করার ক্ষমতা তৈরি হয়। পরস্পরের মধ্যে মানসিক নৈকট্য বাড়ে। তিনি বসুন্ধরা শুভসংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার বন্ধুদের ধন্যবাদ জানান ও পাঠচক্র চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআই

বাংলাদেশ সময়: ৫:১৬ পিএম, জানুয়ারি ১৯, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।