মুন্সিগঞ্জ: বই মিতালী একজন পাঠককে চিন্তাশীল ও মননশীল করে গড়ে তোলে আর পাঠচক্র পাঠককে শুভবুদ্ধি সম্পন্ন ও প্রতিভাবান মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে দেয়।
বসুন্ধরা শুভসংঘ মুন্সিগঞ্জ জেলার বন্ধুরা শহরের ডিসি পার্কে শনিবার (১৮ জানুয়ারি) জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে পাঠচক্রে অংশ নেন।
উপন্যাসটির উজ্জ্বল ও বলীয়ান দিকগুলোকে প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে। উপন্যাসের সারাংশ, লেখকের দৃষ্টিভঙ্গি ও পাঠকের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়।
আজকের পাঠচক্রে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁই, সহ-সভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রিফাত, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন রিয়ন, দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক সাবিহা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক জান্নাতুল মীরাসহ অনেকে।
জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম বলেন, পাঠচক্রের মাধ্যমে জ্ঞান ও ভাবনার বিষয় সবার সঙ্গে সহজেই আদান-প্রদান করা যায়। পঠিত বিষয়ের ব্যাখ্যা, বিশ্লেষণ ও মূল্যায়ন করার ক্ষমতা তৈরি হয়। পরস্পরের মধ্যে মানসিক নৈকট্য বাড়ে। তিনি বসুন্ধরা শুভসংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার বন্ধুদের ধন্যবাদ জানান ও পাঠচক্র চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআই