ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বিপ্লব চন্দ্র রায়ের পাশে বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জানুয়ারি ২৯, ২০২৫
বিপ্লব চন্দ্র রায়ের পাশে বসুন্ধরা শুভসংঘ

বাবা পেশায় ভ্যান চালক। মা গৃহিনী।

দুই ভাইয়ের মধ্যে ছোট বিপ্লব চন্দ্র রায়। সে একাদশ শ্রেণিতে সেতাবগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া করছে। টাকার অভাবে পাঠ্যবই কিনতে পারছিল না। তার এই সমস্যার কথা শুনে বসুন্ধরা শুভসংঘ এগিয়ে আসে। বই পেয়ে তার চোখে মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাস।

২৯ জানুয়ারি বুধবার সকালে বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা বিপ্লব চন্দ্র রায়ের হাতে তার পাঠ্যবইগুলো তুলে দেয়।

বিপ্লব চন্দ্র রায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বাড়েয়া ছোট সুলতানপুর গ্রামের ভ্যান চালক মুনিলাল রায়ের ছোট ছেলে।

বই পেয়ে বিপ্লব চন্দ্র রায় বলে, আমি ভাবতে পারিনি বসুন্ধরা শুভসংঘ আমাকে বই দেবে। টাকার জন্য এতদিন বইগুলো কিনতে পারিনি। এখন আর আমার লেখাপড়া করতে সমস্যা হবে না। আমি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বসুন্ধরা শুভসংঘের প্রতি।

বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজাদ আলী জাপান বলেন, বিপ্লব চন্দ্র রায়ের হাতে বইগুলো তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে আমরা বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সমাজের ভালো কাজগুলো করে যাবো।  

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাশরিফ হাসান রুমন, মিরাজুল ইসলাম মিরাজ, হাসিবুল ইসলাম হাসিব, তারেক, রিয়ান বাদশাহ, নাজিম, মাফিয়া, সোহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ