ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

সাতক্ষীরায় মাদক ও মানবপাচার বিষয়ে বসুন্ধরা শুভসংঘের অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, ফেব্রুয়ারি ৪, ২০২৫
সাতক্ষীরায় মাদক ও মানবপাচার বিষয়ে বসুন্ধরা শুভসংঘের অনুষ্ঠান

মানবপাচার ও মাদকের বিরুদ্ধে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় সচেতনতামূলক অনুষ্ঠান করেছে বসুন্ধরা শুভসংঘ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা শহরের পলাশপোলে এই আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।

বসুন্ধরা শুভসংঘের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আপহোটস বিডির পরিচালক পলাশ মণ্ডল, ফয়সাল আহম্মেদ, ইউনুস আলি, আরাফাত হোসেন, মিনা খাতুন, ফারহানা সম্পা, সাথী, সুমি, সিদ্দিকা পারভীন, মো. তামিউর ইসলাম, সাব্বির, জান্নাতুন নেছা, রাবিব জিদ, তুহিন হোসেন, মোছা. ফারজানা, সুমাইয়া সুলতানা, নাজমুন নাহার, জান্নাতুল মাওয়া, নাজমুস সাকিবসহ শুভসংঘের বন্ধুরা।

এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা ভারতের খুব নিকটবর্তী হওয়ায় মাদক এখানে সহজলভ্য।

এ জন্য আমাদের তরুণদের অতিরিক্ত সচেতন থাকতে হবে। যাতে আমাদের সমাজে মাদকের মতো কঠিন ব্যাধি সমাজে প্রভাবিত না হতে পারে। একই সাথে অবৈধ পথে সহজে ভারতে মানবপাচার সম্পর্কেও সচেতন করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ