ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ 

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর উপজেলার  কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের ২০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন  উপকরণ বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ।  

বসুন্ধরা শুভসংঘ সৈয়দপর উপজেলা শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম ও কালের কণ্ঠের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু।  

শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের হতদরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায় এবং নানা ধরনের সহায়তা দিয়ে থাকে। মানবিক কাজে তাদের কর্মসূচি প্রশংসনীয়। শিক্ষা উপকরণ বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য কার্যক্রম।  

এ ধরনের কর্মসূচি সমাজের দুস্থ পরিবারের সন্তানদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে বলে জানান তিনি। তিনি আরও বড় পরিসরে মানবতার কাজে বসুন্ধরা শুভসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, সদস্য আমির হোসেন, মাসুদ পারভেজ, মো. রুবেল, নাজমুল, রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম, স্কেল, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ