ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার একটি খাসজমিতে কয়েক বছর ধরে ৩৮টি বেদে পরিবার বসবাস করে আসছে। বাচ্চাদের নতুন পোশাক তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার জোগাতে তাদের হিমশিম খেতে হয়।
রোববার (৯ মার্চ) বিকেলে শহরের পবহাটি এলাকার বেদেপল্লীর শিশুদের জন্য পোশাক নিয়ে যান শুভসংঘের বন্ধুরা।
বেদেপল্লীর বাসিন্দা ঈসমাইল হোসেন বলেন, আমাদের আগের মতো আর কেউ মূল্যায়ন করে না। বাপ-দাদার পৈতৃক পেশা আগলে ধরে আছি। তবে কামাই রোজগার নাই। ভাবছিলাম ঈদে ছোট দুটো ছেলেমেয়েকে কী দেব। এর মধ্যে বসুন্ধরা শুভসংঘ আমাদের সন্তানদের জন্য নতুন পোশাক দিয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক কেয়া রানী প্রামাণিক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অরিত্র কুণ্ডু, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ, রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সহ- সভাপতি তাপস কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ, নির্বাহী সদস্য হাবিবুর রহমান সৌরভ, মুস্তাকিম হোসেনসহ অনেকে।
বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহ জেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, বেদেপল্লীর মানুষগুলো অনেকটাই উপেক্ষিত। কিন্তু ওরাও এ সমাজের মানুষ, আছে বেঁচে থাকার অধিকার। বসুন্ধরা শুভসংঘের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা ওদের পাশে দাঁড়িয়েছি।
জেলা কমিটির সাধারণ সম্পাদক কেয়া রানী প্রামাণিক বলেন, সমাজের অবহেলিত মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বেদেপল্লীর শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করলাম। জেলাব্যাপী আমাদের এ কার্যক্রম চলবে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এসআই