ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

জাবিতে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
জাবিতে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল 

ঢাকা: বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে।  

রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ৪১১ নম্বর কক্ষে এ ইফতার মাহফিল হয়।

এতে অংশ নেন বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রায় ৮০ জন সদস্য।  

বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। শিক্ষার্থীদের প্রতি মাসে মেধাবৃত্তি, সামাজিক এবং সাংস্কৃতিক নানা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ইফতারে আগে দেশ ও মানবজাতির জন্য দোয়া পরিচালনা করেন সদস্য স্বাধীন ইসলাম।  

ইফতার ও দোয়া মাহফিলে বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, ইফতারে যারা এসেছেন, সবাইকে স্বাগতম। মাহে রমজান মাসে আমাদের এ আয়োজন। বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কাজ করছে। আগামীতে আরও বেশি করে কাজ করতে চাই।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহদী ইসলাম, জাবি বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ফাইরুজ জান্নাত, সহ-সভাপতি আশুরা আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সি মোহাম্মদ এহসান আমিন, অর্থ-সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহজাবিন আফরোজ এবং কার্যকরী সদস্য মাঈশা জাঈন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ