ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

গলাচিপায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, মার্চ ১১, ২০২৫
গলাচিপায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

পটুয়াখালী: বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে দারুল কুরআন নূরানী মাদরাসায় এতিম শিশুদের পড়ার রুম ও টয়লেটসহ প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।  

সোমবার (১৯৩০) সকাল ১১টায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ অভিযানে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার কর্মী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।  

অভিযান শেষে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে ধারণা দেওয়া হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা কী কী রোগ ও জীবাণু থেকে রক্ষা পাবো এ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।  

পরে শিশুদের সুবিধার জন্য একটি ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া হয়।  

এসময় বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের কর্মী হুজ্জাতুল ইসলাম, মাজহারুল ইসলাম, তরিকুল ইসলাম মুন্না, মেহেদী হাসান, তানিম ইসলাম, জাহিদ খান, রাকিব আহমেদসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ