দর্শনীয় স্থান পরিদর্শন করে ঈদ আনন্দ উদযাপন করেছেন বসুন্ধরা শুভসংঘের কুমিল্লার লালমাই উপজেলা শাখার বন্ধুরা।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে তারা বাংলাদেশ বেতারের কুমিল্লা কেন্দ্রসহ উপজেলার ১১টি দর্শনীয় স্থান ঘুরে দেখেন এবং দর্শনীয় স্থানগুলোর ইতিহাস জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
দর্শনীয় স্থানগুলো হলো- বাংলাদেশ বেতারের কুমিল্লা কেন্দ্র, ডাকাতিয়া নদী, লালমাই রেলওয়ে স্টেশন, হাড়াতলী স্মৃতিস্তম্ভ (৭১’র বীর শহীদদের গণকবর), শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়, প্লাটিনাম বয়সী হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমাইয়ে নারী শিক্ষার্থীদের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আল ইসরা মাদরাসা, উপজেলা মডেল মসজিদ, উপজেলা কমপ্লেক্স, আগমন ফুড পার্ক ও আলীশহর রেলওয়ে স্টেশন।
কুমিল্লা সদর দক্ষিণ-লালমাই প্রতিনিধি ও লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে আনন্দ পরিদর্শনে অংশগ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘের লালমাই শাখার উপদেষ্টা ডা. শামীম ইকবাল মজুমদার, লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পিকেনিউজ২৪-এর সম্পাদক প্রদীপ মজুমদার, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি আবদুল মতিন, বসুন্ধরা শুভসংঘের লালমাই শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না, সহ সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির, নাফিউ জামান, সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, এমদাদুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শ্রাবণ, ইভেন্ট সম্পাদক ইয়ামিন, অর্থ সম্পাদক সৈকত, সদস্য ঋতেষ মজুমদার ও কোরআন হিফজ শিক্ষার্থী মিছবাহুল ইসলাম প্রমুখ।
পরে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা লালমাই উপজেলার কৃতি সন্তান এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোতাহের হোসেন জুয়েল, কুমিল্লা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সালেহ আহমেদ, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, শিক্ষানুরাগী মো. কামাল হোসেন, ট্যুরিজম ব্যবসায়ী মাহবুব হোসাইস সুমন, যুগ্ম জেলা জজ দিদার হোসাইন, অ্যাডভোকেট কামরুন নাহার লিজা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আহসান উল্যাহ, মনোহরগঞ্জ উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নুর মোহাম্মদ শাহীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
আরএ