ময়মনসিংহ: বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় আনন্দ মোহন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০ নম্বর কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয় আকর্ষণীয় বই দিয়ে। বিজয়ীরা হলেন-আলি আহমেদ লাবিব (প্রথম), মারুফ আহমেদ (দ্বিতীয়), মিফতাউল জান্নাত (তৃতীয়), মোহাম্মদ হাসান (চতুর্থ) ও মাহাবুবা মিমি (পঞ্চম)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগ।
এছাড়া উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সরকারি অধ্যাপক ও শুভসংঘের অন্যতম উদ্যোক্তা নওরীন সামান্তা সৌমি এবং দৈনিক কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি নিয়ামুল কবির সজল।
শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শফিউল আলম, আব্দুল আল মামুন, সৌমও আয়ন সুমন, জুনায়েদ আহমেদ তন্ময়, মিঠুন আকন্দ, আব্দুল্লাহিল কাফি, মেহেদী হাসান শিশির, আবিদা সুলতানা ডানা ও নিজাম উদ্দীন সৌরভ।
বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ শুভসংঘের কার্যক্রমের প্রশংসা করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন।
তিনি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বসুন্ধরা শুভসংঘের এ শুভ উদ্যোগগুলো আমার অত্যন্ত পছন্দের। এসব সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক। আমি সব সময় শুভসংঘের এসব উদ্যোগের পাশে আছি। ভবিষ্যতে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত।
বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানো এবং তাদের মধ্যে একটি ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা। অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়েছে। সমাজসেবামূলক ও জ্ঞানভিত্তিক কার্যক্রমের ধারাবাহিকতা আরও সুদৃঢ় করতে সবার সহযোগিতা আমাদের উৎসাহিত করবে। ভবিষ্যতেও চমকপ্রদ নানা আয়োজন অব্যাহত থাকবে।
বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিনের নেতৃত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক টিটু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিহাদ হাসান, মাহমুদুল হাসান আকাশ, ফারজানা মুন, নূর মোহাম্মদ শৈশব, আলি আহমেদ লাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আফরিন জেরিন, মেহবুবা হায়দার জেরি, মাইসারা আক্তার মৈত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা হক জিশা, ইভেন্ট সম্পাদক সামান্নাতুল জান্নাত মম, প্রচার সম্পাদক মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য স্বচ্ছ দে, জেসিয়া জাহান কামনা, আল শাহরিয়ার বিবেকসহ অন্যান্য সদস্যরা।
এসআই