ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, মে ৯, ২০২৫
কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে চরখিরাটি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার।  

নতুন প্রজন্মের মধ্যে শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে উপজেলার চরখিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতায় দৌড়, লাফ, দড়ি লাফ, বল ছোড়াসহ বিভিন্ন ইভেন্টে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেবল প্রতিযোগিতা নয়, ছিল সহপাঠীদের প্রতি উৎসাহ, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, হার-জিতের ঊর্ধ্বে গিয়ে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মনোভাব।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও উপহার সামগ্রী। তবে সবচেয়ে বড় পুরস্কার ছিল তাদের মুখের হাসি, চোখের উজ্জ্বলতা আর দিনভর আনন্দে ভেসে থাকা হৃদয়ের উচ্ছ্বাস।

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা আক্তার, খিরাটি পূর্ব পাড়ার ডাক্তার আব্দুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. গাজী শরীফ, চরখিরাটি বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের সমন্বয়ক সৈয়দ আল মাসুদ, চরখিরাটি ইউথ ক্লাবের সম্মানিত সদস্য মো. শাখাওয়াত হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে চরখিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা আক্তার বলেন, খেলাধুলা শুধু শরীর নয়, মনকেও পরিশুদ্ধ করে। এ ধরনের উদ্যোগ আমাদের সমাজকে সুস্থ ও প্রাণবন্ত করে তোলে। শিশুদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে তুলতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।

স্থানীয় অভিভাবকরা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শুধু শিশুদের নয়, পুরো সমাজকেই আলোকিত করে। আমরা চাই, বসুন্ধরা শুভসংঘ এ ধারা অব্যাহত রাখুক।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ