ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

রামগতিতে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি-কর্মপরিকল্পনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, জুলাই ৪, ২০২৫
রামগতিতে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি-কর্মপরিকল্পনা সভা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর): ‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার রামগতি বাণী-ভবানী কামেশ্বরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 
এ সময় কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

পরিচিতি সভায় সাংগঠনিক কাঠামো, দায়িত্ব বণ্টন ও শুভ সংঘের কার্যক্রম পরিচালনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।  

আলোচনায় বসুন্ধরা শুভসংঘ রামগতি উপজেলা শাখার আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।  

বসুন্ধরা শুভসংঘ রামগতি উপজেলা শাখার সভাপতি সারোয়ার মিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের রামগতি উপজেলা শাখার উপদেষ্টা ও রামগতি বাণী-ভবানী কামেশ্বরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ও কালের কণ্ঠের রামগতি-কমলনগর প্রতিনিধি আমানত উল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাস্টার মো. জহির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন, সাংগঠনিক সম্পাদক আবু ছাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের উদ্দিন, নারীবিষয়ক সম্পাদক তামান্না বেগম, ইভেন্ট সম্পাদক শুভ সাহা, কর্ম ও পরিকল্পনা সম্পাদক আশিকুর রহমান জিপু, প্রচার সম্পাদক মিরাজ উদ্দিন কালাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাছিত, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক  লামইয়ামিন শ্রাবণ, ক্রীড়া সম্পাদক ফারহানা বেগম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাকিল উদ্দিন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মো. রিয়াজ, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক রাহিমা আক্তার, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ফারুক, সমাজকল্যাণ সম্পাদক মো. আকবর হোসেন, কার্যকরী সদস্য অলি আহমদ, লাইলী আক্তার ও সুমাইয়া আক্তার।

সভায় উপস্থিত সদস্যরা শুভসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা হাতে নেন।

বসুন্ধরা শুভ সংঘের রামগতি উপজেলা সভাপতি সারোয়ার মিরন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আমরা আজকে প্রথম পরিচিতি সভায় যেসব পরিকল্পনা হাতে নিয়েছি, সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে এ উপজেলায় শুভ কাজ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব -ইনশাআল্লাহ।  

এর আগে সারোয়ার মিরনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘের রামগতি উপজেলা ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ