ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, অক্টোবর ১৬, ২০২৫
বসুন্ধরা শুভসংঘ স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন বসুন্ধরা শুভসংঘ স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামে বসুন্ধরা শুভসংঘ স্কুলে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।

বুধবার (১৬ অক্টোবর) ক্ষেতলালে বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ছোট ছোট শিক্ষার্থী হাত ধোয়ার সঠিক পদ্ধতি শিখে নেয় এবং হাতের জীবাণু থেকে রক্ষা পাওয়ার উপকারিতা সম্পর্কে অবহিত হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক হেলেনা আক্তার  বলেন, ‘নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া শুধু স্বাস্থ্য রক্ষাই নয়, এটি একটি সুন্দর অভ্যাস, যা শিশুদের জীবনমান উন্নত করে। ’

বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রদর্শনীর মাধ্যমে হাত ধোয়ার ছয়টি ধাপ দেখায়। পরে সবাই একসঙ্গে হাত ধুয়ে দিবসের প্রতীকী কার্যক্রম সম্পন্ন করে।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়েও একইভাবে দিবসটি পালন করা হয়। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শিশুদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ