ভোলা: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ না ধরার আহ্বান জানিয়ে জনগণকে সচেতন করছে বসুন্ধরা শুভসংঘ।
এরই অংশ হিসেবে মা ইলিশ রক্ষায় মাছ না ধরার আহ্বান জানিয়ে বুধবার (১৫ অক্টোবর) দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে জেলে পরিবারের সদস্যদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পদ্মা-মেঘনাসহ যেসব নদ-নদীতে ইলিশ ডিম ছাড়ে, সেসব নদ-নদীতে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এজন্য গত ৪ অক্টোবর থেকে নদ-নদীতে অভিযান চালানো হচ্ছে। যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ। এসব বিষয়ে জেলে ও তাদের স্বজনদের সচেতন করাই এ আলোচনা সভার উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মো. ফজলে রাব্বী, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সামি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাহিদসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মো. ফজলে রাব্বী বলেন, গত বছরের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে প্রায় ৪৪ হাজার কোটি জাটকা যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তাই এবারও নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যেন ইলিশ না ধরেন, এজন্য তাদের নিয়ে আমাদের বসুন্ধরা শুভসংঘের এ কর্মসূচি।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, আমরা আজকের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জেলেদের অভিযানের সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত না করতে অনুরোধ জানিয়েছি।
সাংগঠনিক সম্পাদক মো. সামি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মনপুরায় মাছ না ধরার আহ্বান জানানোর জন্য বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাহিদ বলেন, সরকারের পাশাপাশি আমরাও জেলেদের ইলিশ মাছ আহরণ না করার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছি, ভবিষ্যতেও আমাদের বসুন্ধরা শুভসংঘের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’-এ মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
এসআই