ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বাল্যবিয়ে রোধে সচেতনতা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, জুলাই ৯, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বাল্যবিয়ে রোধে সচেতনতা সভা

নীলফামারী: বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়েরোধে ও শিক্ষার্থীদের ঝরে পড়ারোধে সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জলঢাকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ মো. রোকনুজ্জামান চৌধুরী।  

এসময় প্রধান অতিথি রোকন চৌধুরী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার কোনো বিকল্প নাই। যাদের মধ্যে শিক্ষার আলো থাকে, তারা সমাজে সম্মানিত হয়। তারাই এক সময় ভালো অফিসার-আইনজীবী, শিক্ষক, বিজ্ঞানী হবে। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এ কথাগুলোই তোমরা তোমাদের পরিবারের সবাইকে বলবে।

যাদের মাঝে শিক্ষার আলো নাই, তারা অন্ধ। তারা ভাল-মন্দ বুঝতে পারে না।
 
তিনি আরও বলেন, বাল্যবিয়ে বা শিশুবিয়ে আমাদের সমাজের জন্য অভিশাপ। তাই বাল্যবিয়ে রোধে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

দৈনিক কালের কণ্ঠ জলঢাকা উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ সমন্বয়কারী আসাদুজ্জামান স্টালিন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।  

এসময় বক্তব্য দেন অনিবার্ণ বিদ্যাতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ও বাচীক শিল্পী সিরাজুল ইসলাম, উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক প্রভাষক তহিবুল ইসলাম সেলিন, মিনি পারভিন, রেজিনা মোবাশ্বেরা, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার কোষাধ্যক্ষ মশিউর রহমান, শিক্ষক মাহতাব উদ্দিন, ফিরোজ হোসেন, আয়শা ছিদ্দীকাসহ অনেকে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।