ঢাকা: টানা বৃষ্টিতেও নিম্নআয়ের মানুষদের উপার্জনের জন্য রাস্তায় নামতে হচ্ছে। বিশেষ করে রিকশাচালকরা বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় বের হচ্ছেন।
আইইউবিএটি শাখার শাখার সভাপতি দীপ্ত পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাফিজ হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার উপদেষ্টা ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ এর সহযোগী অধ্যাপক ও কো-কোর্ডিনেট মো. ফরহাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহীন মিয়া (সহকারী প্রকৌশলী ও মেইন্টেনেন্স ইনচার্জ), মো. আল মামুন (অ্যাসিস্ট্যান্ট মেইন্টেনেন্স ইনচার্জ), সানমান অলি (লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট), এবং মাহতাব নাইম (ক্রিয়েটিভ কনটেন্ট ডেভেলপার)।
এবারের আয়োজনে মোট ১৬ জন ষাটোর্ধ্ব পায়েচালিত রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। উপহার পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, ব্যাটারিচালিত রিকশার তুলনায় আমাদের আয় অনেক কম। ফলে বর্ষার সময় একটি রেইনকোট কেনাও আমাদের পক্ষে কঠিন। ভারী বৃষ্টিপাতে রিকশা চালানো দুঃসাধ্য হয়ে পড়ে, ফলে আয় আরও কমে যায়। রেইনকোট পেয়ে তারা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার এক্সিকিউটিভ ও জেনারেল মেম্বারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
জেএইচ