মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ জেলা শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাটলক্ষীগঞ্জ নূরে মোহাম্মদ (সা.) মাদরাসা ও এতিমখানার ৮০ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং আশপাশের ৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়েছে।
সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের কুরবানি ঈদের সংগৃহীত গোশত দিয়ে এই মানবিক আহারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিটন কমিশনার, নূরে আলম তালুকদার, শাহিন মোল্লা এবং নকিব হোসেন রাজিব।
এছাড়া সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আদর, সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, সাধারণ সম্পাদক ওয়াশিউ রহমান বৃন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন শুভ, আব্দুস সাত্তার রিফাত, ক্রীড়া সম্পাদক সৃজন শাহরিয়ার অর্ণব, সদস্য অভিন নূর আহনাফ, ইয়াসিন আবির, মো. মহসিন, সাগর হাওলাদার, মো. রাতুল, ফয়সাল হোসেন সজিব এবং আহমেদ পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম বলেন, ‘প্রতি বছর কুরবানির ঈদে আমরা আমাদের সদস্য ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় কুরবানির গোশত সংগ্রহ করে থাকি। পরবর্তী সময়ে সেই গোশত সংরক্ষণ করে এতিম ও ছিন্নমূল মানুষের জন্য একবেলার সম্মানজনক খাবার আয়োজন করি। ২০১৯ সাল থেকে এই উদ্যোগটি আমরা ধারাবাহিকভাবে চালিয়ে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ’
শুভসংঘের এই মানবিক কর্মসূচি স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে এবং সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।