ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

পঞ্চগড়ে দরিদ্র নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ বসুন্ধরা শুভসংঘের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জুলাই ১১, ২০২৫
পঞ্চগড়ে দরিদ্র নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ বসুন্ধরা শুভসংঘের দরিদ্র নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ

অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে পঞ্চগড়ে শুরু হয়েছে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালা।

শুক্রবার (১১ জুলাই) সকালে জেলা শহরের অনির্বাণ বিদ্যা নিকেতনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এ কর্মশালা শুরু হয়।

জেলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২০ জন অসচ্ছল নারী ও দরিদ্র শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সেলাই, কাটিং ও সাধারণ পোশাক তৈরির কৌশল শেখানো হচ্ছে।

প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বসুন্ধরা শুভসংঘে পঞ্চগড় জেলা সভাপতি ফিরোজ আলম রাজিব জানান, এই নারীরা সমাজের অবহেলিত একটি অংশ। আমরা চাই, তারা যেন আর কারও ওপর নির্ভর না করে নিজেই উপার্জন করতে পারে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই।

প্রশিক্ষণে অংশ নেওয়া মৌসুমী আক্তার বলেন, এমন একটি উদ্যোগ আমাদের জীবনে বড় সুযোগ এনে দিয়েছে। এ কাজে দক্ষ হয়ে ঘরে বসেই আমরা আয় করতে পারব। বসুন্ধরা শুভসংঘকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বসুন্ধরা শুভসংঘ নিয়মিত সমাজসেবামূলক নানা উদ্যোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছে।

নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। এই আয়োজন নারীর ক্ষমতায়নে একটি প্রশংসনীয় উদ্যোগ বলে মত দিয়েছেন পঞ্চগড়ের সমাজকর্মীরা।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ